, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গ্রেপ্তার দেখানো হবে ফখরুলকে: ডিএমপি

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১২:০৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১২:০৫:২১ অপরাহ্ন
গ্রেপ্তার দেখানো হবে ফখরুলকে: ডিএমপি ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুরনো একাধিক মামলা রয়েছে। এজন্য তাকে গ্রেপ্তার দেখানো হবে। গতকালকে পুলিশহত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, সরকারি কাজে বাধার ঘটনায় মামলাও হচ্ছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাত থেকে ডিবি পুলিশ বিএনপি মহাসচিবের গুলশানের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে সকালে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম বলেন, পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে। আমি আশা করব পুলিশের কাছে, তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হোক।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসাও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি