, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ৬

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১২:০১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১২:০১:১৪ অপরাহ্ন
হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপের তুমুল সংঘর্ষ, আহত ৬
আজ রবিবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। হরতাল প্রতিহত করতে গিয়ে কুমিল্লায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ছয়জন। 

আজ রবিবার ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টায় নগরীর চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপ প্রথমে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় রামদা, লাঠি, বেসবলের স্টিক নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ান তারা। সংঘর্ষে দুই গ্রুপের ছয়জন আহত হন। 

এদিকে আহতদের মধ্যে যুবলীগ কর্মী  মাসুম ও ড্যানির নাম জানা গেছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।"

এদিকে, আজ রবিবার ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে এ হরতালের ঘোষণা দেন। শান্তিপূর্ণ মহাসমাবেশে 'পুলিশের বাধার' প্রতিবাদে আজ হরতাল পালনের ঘোষণা দেন তিনি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান