কিশোরগঞ্জে বিএনপি'র সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোডে ইউএনও’র গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হরতালকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। অন্যদিকে হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মাদ দাউদ জানান, ইটনার উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রিয়াদ জেলা সদরে আসছিলেন। পথে জেলা শহরের পুরানথানা শোলাকিয়া ঈদগাহ রোড এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে দুস্কৃতিকারীরা তার গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।