, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আমীর খসরুর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ

  • আপলোড সময় : ২৯-১০-২০২৩ ১০:৫৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৩ ১০:৫৬:১৫ পূর্বাহ্ন
আমীর খসরুর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘিরে রেখেছে পুলিশ। বনানী কবরস্থানের পাশের ওই বাসার চারিপাশে পুলিশি পাহার লক্ষ করা যাচ্ছে।  

জানা গেছে, আমীর খসরুকে আটকের জন্য এসেছে পুলিশ।  তল্লাশি চলছে, কিন্তু তাকে এখনো পাওয়া যায়নি।

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসাও তল্লাশি করছে পুলিশ। এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে হরতালের মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

গতকালের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। সহিংসতায় মারা যান একজন বিএনপি নেতাও। গতকাল সমাবেশের সময় বিএনপির বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করে পুলিশ। এছাড়া বিভন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।