, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আগামীকাল সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত 

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০৮:৫৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ০৮:৫৫:০০ অপরাহ্ন
আগামীকাল সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত 
এবার বিএনপির ডাকা হরতালের কারণে রোববার ২৯ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে। আজ শনিবার ২৮ অক্টোবর সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
 
তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারও ক্ষয়ক্ষতি না হয়, এ জন্য আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়।

এদিন রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর