, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতের ৫০৩ সিনেমা হলে চলছে ‘মুজিব’

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ০৫:৪৯:৫৪ অপরাহ্ন
ভারতের ৫০৩ সিনেমা হলে চলছে ‘মুজিব’ ফাইল ছবি
ভারতের ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। আজ শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে বায়োপিকটি।

মুম্বাইয়ে ১০৩ হল, কলকাতায় ১০০, নয়াদিল্লির ৭৫ হলসহ ভারতের আরও হলে মুক্তি পেয়েছে 'মুজিব'। ইতোপূর্বে বাংলাদেশের কিংবা যৌথ প্রযোজনার কোনো চলচ্চিত্র ভারতের এত সিনেমা হলে মুক্তি পায়নি।

বিএফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ থেকে শুরু করে পুরো সপ্তাহ ভারতের ৫০৩টি প্রেক্ষাগৃহে দৈনিক ৬৮২টি শো প্রদর্শিত হবে সিনেমাটির।’

গত ১৩ অক্টোবর দেশের ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির এক সপ্তাহ না যেতেই প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক।

ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত মুজিব বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ।

বহুল প্রতীক্ষিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস অনুভূতি প্রকাশ করছেন। বড় পর্দায় সিনেমাটি দেখার জন্য প্রথম দিনই দেশের প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শনার্থী। সিনেমাটি দেখে কান্না করতে দেখা গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে তারকাদেরও।

ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস