, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লোকে লোকারণ্য পুরো নয়াপল্টন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ০১:২৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ০১:২৮:২৫ অপরাহ্ন
লোকে লোকারণ্য পুরো নয়াপল্টন ছবি: সংগৃহীত
সমাবেশের আগেই লোকে লোকারণ্য পুরো নয়াপল্টন, প্রস্তুত মঞ্চ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আজ শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নেমেছে। ইতোমধ্যে লোকে লোকারণ্য হয়েছে নয়াপল্টন এলাকা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে রাজধানীতে জড়ো হয়েছেন বিএনপির কর্মী-সমর্থকরা। সূর্যোদয়ের পর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা।

নেতা-কর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা দেখা গেছে। আজকের মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং ভারপ্রাপ্ত সদস্যসচিব লিটন মাহমুদ।

এদিকে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে। সমমনা ১২-দলীয় জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ দুপুর ২টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে। কারওয়ান বাজারে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি।

বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। তবে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। জামায়াতকে কোনোভাবে মাঠে নামতে দেওয়া হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি