আজ রাজধানী ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ টঙ্গীতে চেকপোস্ট বাড়িয়েছে পুলিশ। আজ শনিবার ২৮ অক্টোবর বেড়েছে পুলিশ ও র্যাবের টহল। সরেজমিনে শনিবার সকাল ৬টা থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে বাসে উঠে যাত্রীদের ব্যাগ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল তল্লাশি করছে পুলিশ।
এছাড়াও সন্দেহজনক ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করছে। চেকপোষ্টে কর্তব্যরত একটি সরকারী সূত্র জানায়, গাজীপুর সিটিকরপোরেশনের স্টিকার লাগিয়ে এক কাউন্সিলরের ভাই গাড়ি ভর্তি লোক নিয়ে ঢাকায় প্রবেশ করতে চেয়েছিল। তারপর তার গাড়ি থামিয়ে স্টিকার খুলে দেওয়া হয়েছে।
এদিকে চেকপোস্টে দায়িত্বরত টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত হোসেন বলেন, সমাবেশ উপলক্ষে ঢাকায় কোনো নাশকতাকারী, ক্ষতিকর দ্রব্য ও বেআইনি অস্ত্র নিয়ে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য তল্লাশি ও নজরদারি করা হচ্ছে।
এ সময় টঙ্গী কলেজ গেটের অটোচালক শিবলী মিয়া বলেন, আজকে পেসেঞ্জার বেশি। সমাবেশের মানুষ পুলিশের ভয়ে বাসে না গিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে। তাই দিনটা ভালই চলবে মনে হয়। টঙ্গী স্টেশনরোড, টঙ্গী বাজার, কলেজ গেট, কামারপাড়া মোড়, মীরের বাজার, বোর্ডবাজারসহ বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।
এছাড়া আব্দুল্লাহপুর ও বেড়িবাঁধ এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় আমার থানায় কোনো গ্রেপ্তার নেই। সব দিকে পরিস্থিতি ভালো আছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার বা আটকের সঠিক সংখ্যা এখনও জানিনা। পরে জানা যাবে।