, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মতিঝিলে পুলিশি বাধায় আটকে গেল জামায়েতের মিছিল

  • আপলোড সময় : ২৮-১০-২০২৩ ১০:০৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৩ ১০:০৩:২০ পূর্বাহ্ন
মতিঝিলে পুলিশি বাধায় আটকে গেল জামায়েতের মিছিল
এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষণা অনুযায়ী শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। সিদ্ধান্ত মোতাবেক মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে আটকে দিয়েছে পুলিশ। আজ শনিবার ২৮ অক্টোবর সকালে মতিঝিলের আরামবাগ মোড়ে পুলিশি বাধায় আটকে যায় দলটির খণ্ড খণ্ড মিছিল।
 
আজ সকাল সাড়ে সাতটায় আরামবাগ মোড়ে গিয়ে দেখা যায়, ব্যারিকেড দিয়ে শাপলা চত্বরের প্রবেশ মুখ বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের একপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি, অন্যপাশে সমাবেশস্থলমুখী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তাদের সরকার ও পুলিশবিরোধী নানান স্লোগান দিতে দেখা গেছে তাদের।

এর আগে গতকাল শুক্রবার ২৭ অক্টোবর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। ‍বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বিবৃতিতে তিনি বলেন, ঢাকায় জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার অসৎ উদ্দেশ্যে সরকার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। দেশের বেশকিছু এলাকায় টহলের নামে পিকআপ ভ্যানে চড়ে বাঁশি বাজিয়ে পুলিশ ত্রাস সৃষ্টি করছে।নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হামলা চালানো হচ্ছে। বাড়ি-ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হচ্ছে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া