, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পিটার হাসকে বহিষ্কারের দাবি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর

  • আপলোড সময় : ২৭-১০-২০২৩ ০৯:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৩ ০৯:২৬:৩০ অপরাহ্ন
পিটার হাসকে বহিষ্কারের দাবি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ছবি: সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেছেন, পিটার হাস একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছেন। সার্বভৌম সমঝোতার নীতি, ভিয়েনা কনভেনশন ও বৈদেশিক সম্পর্ক সংক্রান্ত আইসিজের আদালতের রায় সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন। এটি লজ্জাজনক।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দেশ আমার সিদ্ধান্ত আমার’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। স্বাধীনতা সাংবাদিক ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

সভায় বিচারপতি মানিক আরো বলেন, জনগণ বিএনপিকে অনেক আগেই উপেক্ষা করেছে। ক্ষমতায় আসার জন্য তারা বিদেশি শক্তির দ্বারে দ্বারে ঘুরছে।

সে সুযোগে বিদেশি শক্তি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নীতিবহির্ভূত হস্তক্ষেপ করছে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নতুন প্রজন্ম শেখ হাসিনাকে ভোট দেবে।

যারা সরকার পরিবর্তন চাচ্ছেন তাদের বলতে চাই, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। সকল বাধা উপেক্ষা করে সংবিধান অনুযায়ীই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ুন, তথ্য কমিশনার শহীদুল ইসলাম ঝিনুক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ওলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল মমিন সিরাজ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান