, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রেলওয়ে কর্মচারীদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা, অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা

  • আপলোড সময় : ২৭-১০-২০২৩ ০২:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৩ ০২:৫২:২১ অপরাহ্ন
রেলওয়ে কর্মচারীদের ফেসবুক ব্যবহারে নির্দেশনা, অমান্য করলে বিভাগীয় ব্যবস্থা
কর্মচারীদের ডিউটিরত অবস্থায় সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং বিভ্রান্তিকর স্ট্যাটাস না দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধান যন্ত্র প্রকৌশলীর (পশ্চিম) পক্ষে যন্ত্র প্রকৌশলী (সদর) মো. ফজলে রব স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়। 

আদেশে বলা হয়, পশ্চিমাঞ্চল যান্ত্রিক বিভাগের আওতাধীন বিভিন্ন বিভাগে কর্মরত রানিং ও ফিটিংস কর্মচারীরা কর্তব্যকালীন সময়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকতে দেখা যায় এবং ডিউটিরত সময়ে কর্তব্যকালীন কার্যক্রমের বিষয় (লোকোমোটিভ ও ক্যারেজ) সংক্রান্ত স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন, যা মোটেও কাম্য নয় এবং শৃঙ্খলা পরিপন্থি।

আরও বলা হয়, যদি কোনো রানিং এবং ফিটিংস কর্মচারীরা ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রোলিং স্টক সংক্রান্ত স্টোরি, ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করা থেকে বিরত না থাকে, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান