, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সেন্টমার্টিনে মসজিদে মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায়, কান্নায় ভেঙে পড়েছেন মুসল্লিরা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন
সেন্টমার্টিনে মসজিদে মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায়, কান্নায় ভেঙে পড়েছেন মুসল্লিরা
এবার অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার ছোবল থেকে রক্ষা পেতে সারারাত সেন্টমার্টিনের প্রতিটি মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় কান্নার রোল পড়ে যায় সেন্টমার্টিনে। সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, সারারাত মানুষ আল্লাহকে ডেকেছে। মসজিদে তাহাজ্জুদ আদায় করে সকলেই কান্নায় ভেঙে পড়েছেন। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে মানুষ আশ্রয় কেন্দ্রসহ বিভিন্ন মসজিদে অবস্থান নিয়েছেন কিন্তু কারো মনে শান্তি নেই। অজানা আতঙ্ক ও কষ্ট সবার মনে।

সেন্টমার্টিনের মনির আহমেদ জানান, সারারাত কান্না করে করে মসজিদে নামাজ আদায় করেছি। আমাদের খুব বেশি ভয় কাজ করছে। জানি না কী হয়। এদিকে, ঘূর্ণিঝড় মোখা আররো শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। মোখার প্রভাবে সেন্টমার্টিনে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। 

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার মধ্যরাতে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলে মোখার অগ্রভাগের প্রভাব শুরু হয়। স্থায়ীয়রা জানান, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়াও।

এদিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার-উত্তর এবং মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব