চলতি বিশ্বকাপে আজ শুক্রবার ২৭ অক্টোবর উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ধুঁকতে থাকা পাকিস্তান। 'ডু অর ডাই' ম্যাচে একাধিক পরিবর্তনের আভাস ম্যান ইন গ্রিনদের। আর অপরিবর্তিত একাদশ রাখাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। চেন্নাইয়ে মাঠে নামার আগে দুই মেরুতে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা।
নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা পাকিস্তান শেষ তিন ম্যাচে হেরেছে ভারত, অস্ট্রেলিয়া ও প্রতিবেশী আফগানিস্তানের কাছে। টানা হারে খাদের কিনারায় বাবর আজমের দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জিততে হবে বাকি ৪ ম্যাচ। এমন কঠিন সময়ে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকা।
৫ ম্যাচ শেষে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ আছে পাকিস্তান। সমান ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে প্রোটিয়ারা। টানা ব্যর্থতায় নিজ দেশে সমালোচিত পাকিস্তান। সাবেকদের তির্জক মন্তব্যে মানসিক চাপের মধ্যে বাবররা। এমন কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে পিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একাধিক পরিবর্তন আসতে পারে পাকিস্তান একাদশে।
হাঁটুর ইনুজরিতে পড়া ওপেনার ফখর জামান ফিরতে পারেন এ ম্যাচে। লেগ স্পিনার উসামা মিরের ব্যর্থতায় ক্ষুব্ধ টিম ম্যানেজম্যান্ট ফেরাচ্ছেন স্পিনিং অউন্ডার সালমান আলী আঘাকে। ব্যাট হাতে এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা ৫ ম্যাচে ৩০২ রান নিয়ে সবার ওপরে আছেন মোহাম্মদ রিজওয়ান। চার ম্যাচে ২৫৫ রান নিয়ে পাকিস্তানকে টেনে নিচ্ছেন আব্দুল্লাহ শফিক।
ব্যাট হাতে ব্যর্থ বাবর গেল ম্যাচে রানে ফিরলেও ছন্দ খুঁজে পাননি। দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাইলে রানে ফিরতে হবে তাকে। বল হাতে একেবারেই ব্যর্থ শাহিন আফ্রিদি। ৫ ম্যাচে নিয়েছেন দশ উইকেট। বোলারদের পাশাপাশি ফিল্ডিংয়েও সমালোচিত হতে হচ্ছে পাকিস্তানকে। বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ব্যাটারদের মধ্যে ৪০৭ রান নিয়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
মার্করাম ২৬৫, হেনরিখ ক্লাসেন ৫ ম্যাচে ২৮৮ রান। বোলারদের মধ্যে দশটি করে উইকেট আছে রাবাদা, জ্যানসেন ও কোয়েতজের। চেন্নাইয়ের স্লো পিচে পাকিস্তান বধে ফাস্ট বোলিং অলাউরান্ডার তাবরেজ শামসিকে ফেরাচ্ছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত খেলা দুদলের ৮২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৫০টিতে জয় আছে দক্ষিণ আফ্রিকার, বিপরীতে ৩১ জয় পাকিস্তানের।