, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মহাখালীতে আগুন, বাঁচতে ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামছে মানুষ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০৬:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০৬:১৪:১৩ অপরাহ্ন
মহাখালীতে আগুন, বাঁচতে ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামছে মানুষ
আজ বিকেলে রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লেগেছে। আগুনের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবনের ১৩ ও ১৪ তলায় থাকা লোকজনের মধ্যে। এ সময় ভবনের ১৪ তলা থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় অনেককে।

আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকেলে এই আগুন লাগে। আগুন থেকে বাঁচতে ভবনে থাকা অনেকে চলে যান ছাদে। পরে সেখান থেকে দড়ি বেয়ে নামতে দেখা যায় তাদের।

আগুনের ঘটনার পর এক ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে দৌড়ে ছাদে চলে আসেন অনেকে। পরে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নামতে থাকেন তারা।
 
এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিকেল ৪টা ৫৮ মিনিটে তারা আগুন লাগার খবর পায়। ৫টা ৭ মিনিটে তাদের প্রথম ইউনিট পৌঁছায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট পৌঁছেছে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান