, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শুক্র ও শনিবার যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০৩:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০৩:৫০:১৪ অপরাহ্ন
শুক্র ও শনিবার যেসব নিয়োগ পরীক্ষা স্থগিত ছবি: সংগৃহীত
রাজধানীতে ২৮ অক্টোবর (শনিবার) বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ। আবার একই দিনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা রয়েছে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবারের চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত
শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত
বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আগামী শনিবার অনুষ্ঠেয় ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: টবি ক্যাডম্যান