, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব কীভাবে ছুটি পেলেন, জানতে চেয়েছে বিসিবি

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০৩:১১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০৩:১১:০৯ অপরাহ্ন
সাকিব কীভাবে ছুটি পেলেন, জানতে চেয়েছে বিসিবি
এবার মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের ঠিকানা কলকাতায়। কিন্তু দলের বাকিরা এলেও আসেননি অধিনায়ক। তিনি মুম্বাই থেকে ফিরে গেছেন দেশে। মিরপুরে বুধবার প্রায় তিন ঘণ্টা ব্যাটিং সেশন করেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। অথচ বাংলাদেশ দলে কোচিং স্টাফের কমতি নেই।

জেমি সিডন্সকে সরিয়ে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ নেই। তবে সহকারী কোচ নিক পোথাস ব্যাটিং স্পেশালিস্ট, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তাই। তাদের রেখে বিশ্বকাপের মাঝপথে অধিনায়কের দেশে ফেরা কি বিসিবির জন্য বিব্রতকর? জানতে চাইলে বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরাও কোচের কাছে জানতে চেয়েছি, সাকিব কীভাবে ছুটি পেলো। কোচের কাছে সে বলে গেছে ব্যক্তিগত কারণে যাচ্ছে। ’

উইলিয়ামসের বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ মতো করতে গিয়ে সাকিব আল হাসান ক্যাচ দিলেন উইকেটের পেছনে। এরপর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে করতেও করেননি। হতাশা ও ক্ষোভ নিয়ে ফিরে যান সাজঘরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইলিয়মসের অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়ে বেশ হতাশ ছিলেন সাকিব। ওই ম্যাচেও বাংলাদেশ হারে বড় ব্যবধানে।

এরপর দিন দলের পথ ছিল মুম্বাই থেকে কলকাতা। সাকিব বেছে নেন ভিন্ন পথ।  দলের সঙ্গে না এসে তিনি ফেরেন বাংলাদেশে। মুম্বাই থেকে মিরপুরে গিয়ে অনুশীলন করেছেন বিকেএসপিতে থাকাকালীন তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। বুধবার ইনডোরের ভেতরে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। এদিন বল হাতে নেননি তিনি।

আজ বৃহস্পতিবারও মিরপুরের ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। শুক্রবারও মিরপুরে লম্বা অনুশীলন সেশন রয়েছে সাকিবের। অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা।’
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ