, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়িতে আগুন

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ০২:৩৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ০২:৩৮:১৮ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়িতে আগুন
এবার বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালানো পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক এলাকায় ওই সংঘর্ষ হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অর্ধশতাধিক। শ্রমিকেরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করেছেন। বিক্ষিপ্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০-৬০টি গাড়ি ভাঙচুর করেছেন।

এছাড়া পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পাজেরো গাড়িতে অগ্নিসংযোগ করেছেন। সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়েছে।  যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে চারদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। আজ টানা চতুর্থ দিন তারা মহাসড়ক অবরোধ করেন। তারা বলছেন, যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা খেয়েপড়ে বাঁচার সামর্থ্য তাদের নেই।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস