, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ , ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এগোল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৬-১০-২০২৩ ১২:১৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৩ ১২:১৬:৪৫ অপরাহ্ন
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এগোল বাংলাদেশ
চলতি বিশ্বকাপে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ব্যতীত সবগুলো দলই পাঁচটি করে ম্যাচ খেলেছে। ভারত ব্যতীত অংশগ্রহণকারী দেশগুলো সবাই পেয়েছে পরাজয়ের স্বাদ। দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে নামা টাইগাররা ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলে এগিয়েছে। 

অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তলানীতে ছিল বাংলাদেশ। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১ জয় ও ৪ পরাজয়ে দুই পয়েন্ট অর্জন সাকিবদের। গতকাল বুধবার ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে নেদারল্যান্ডস।

ডাচদের পেয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে অজিরা জিতেছে ৩০৯ রানের বিশাল ব্যবধানে। ৪০০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯০ রানেই গুটিয়ে গেছে ডাচদের ইনিংস। 

এদিকে ডাচদের বড় পরাজয়ে পয়েন্ট টেবিলে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ। দশম স্থান থেকে -১.২৫৩ নেট রান রেট নিয়ে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা। অন্যদিকে, অজিদের কাছে বিধ্বস্ত হয়ে তলানীতে নেমে গেছে ডাচরা। 
 
ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

ঘূর্ণিঝড় ফেনগাল নিয়ে যে সতর্কবার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর