এবার কক্সবাজারে সদর হাসপাতাল থেকে কর্তব্যরত কারারক্ষীর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন এক হাজতি। গত মঙ্গলবার ২৪ অক্টোবর রাতে চিকিৎসা চলাকালে টয়লেটে যাওয়ার কথা বলে পালিয়েছে ওই হাজতি। ওই হাজতির নাম মোছাম্মৎ রাশেদা। সে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার প্রয়াত নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, উখিয়া থানার মামলায় গ্রেপ্তার রাশেদা মৃগী রোগে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাতটার দিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ তাণ্ডব চালানোর সময় সুযোগ বুঝে টয়লেট যাওয়ার কথা বলেন তিনি। পরে দুই কারারক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
এদিকে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার শাহ আলম খান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে (হাজতি) সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।’