, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ চোরাই কয়লাসহ ৩টি ইঞ্জিনের নৌকা আটক

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৫:১৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৫:১৭:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ চোরাই কয়লাসহ ৩টি ইঞ্জিনের নৌকা আটক
মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ  প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ চোরাই কয়লাসহ ৩টি ইঞ্জিনের নৌকা আটক করেছে বিজিবি। কিন্তু সোর্স পরিচয়ধারী এবং চোরাকারবারীদের মধ্যে কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১টা থেকে  উপজেলার বীরেন্দ্র নগর সীমান্তের রঙ্গাছড়া এলাকায় একটি চোরাই কারবারি সিন্ডিকেট ভারত থেকে অবৈধভাবে কয়লা ও চুনাপাথর পাচার করে রঙ্গাছড়া নদীতে নৌকা বোঝাই করে।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বীরেন্দ্র নগর বিওপির একটি টহল দল রঙ্গাছড়া নদীতে অভিযান চালিয়ে ৩টি স্টিল বডির ইঞ্জিনের নৌকা বোঝাই বিপুল পরিমাণ চোরাই কয়লা আটক করেন। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে উল্লেখিত চোরাকারবারীরা কয়লা বোঝাই তিনটি নৌকা ফেলে পালিয়ে যায়। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকৃত এসব কয়লা, চুনাপাথরের প্রতিটি নৌকা থেকে সোর্স পরিচয় দিয়ে কলাগাও গ্রামের মৃত চান মিয়ার ছেলে রব মিয়া থানা, পুলিশ, ডিবি ও সাংবাদিকদের নাম ভাঙিয়ে ৩৫ হাজার টাকা ও বিজিবির গোয়েন্দা সংস্থা বিএসবির নাম ভাঙিয়ে বীরেন্দ্রনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হযরত আলী ১০ হাজার টাকা করে চাঁদা নেয় বলে জানা যায়।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এখন ভারতীয় কয়লা চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তাহিরপুর সীমান্তকে চোরাচালানের নিরাপদ রুট হিসাবে ব্যবহার করে স্থানীয় বেশ কয়েকটি কয়লা চোরাকারবারি সিন্ডিকেট সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতি রাতেই ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছে হাজার হাজার টন ভারতীয় কয়লা ও চুনাপাথর। আর এইসব অবৈধ কয়লা পাচার করতে গিয়ে গত ১০ মাসে ৮জন বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব অবৈধ চোরাই কয়লা ও চুনাপাথরের  চোরাচালান বন্ধে প্রশাসনের নেই কোন কর্যকরি উদ্যোগ। যার ফলে তাহিরপুর সীমান্ত এখন চোরাচালানের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।

চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে গত ১৪ জানুয়ারি ট্যাকেরঘাট সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে দেলোয়ার হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর ভোরে লাউড়ের গড় বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর কয়লা পাচারের সময় বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে শ্রমিক কাছম আলী মারা যায়। এর আগে গত ৩ আগস্ট ভোরে একইভাবে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর পাচারের সময় নৌকা ডুবে আব্দুল হাসিম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গত ৫ আগস্ট দুপুরে বালিয়াঘাট সীমান্তের লাকমাছড়া এলাকা দিয়ে ভারত থেকে কয়লা পাচার করতে গিয়ে গর্তে পড়ে আক্তার হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়। গত ৩ অক্টোবর রাতে ট্যাকেরঘাট সীমান্তের রজনী লাইন গারো বস্তি দিয়ে ভারতের কালা পাহাড়ে চোরাই পথে কয়লা আনতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে পাথর চাপায় আজগর আলী নামে এক যুবক গুরুতর আহত হন। গত ১৭ এপ্রিল বালিযাঘাট সীমান্ত ফাঁড়ির লাকমা এলাকা দিয়ে ভারতীয় চোরাই কয়লার কোয়ারি থেকে চুরি করে কয়লা আনতে গিয়ে কোয়ারীর মাটি চাপা পড়ে অনিক মিয়া নামে আরেক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। গত ৪ অক্টোবর ট্যাকেরঘাট সীমান্তে রুবেল মিয়া নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে এবং আমজাদ আলী নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। গত ১৩ই অক্টোবর বালিঘাটা বিওপির লাকমা সীমান্তে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কোয়ারির মাটি চাপায় সুমন মিয়া নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছে ৫ বাংলাদেশী।

ভারতীয় চোরাই কয়লার বস্তার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ পর্যন্ত সীমান্তে বেশ কয়েকটি চোরাচালানকারী সিন্ডিকেট গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে বিজিবি সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

ভারত থেকে চোরাই কয়লা পাচার নিয়ে এতকিছু হবার পরেও চোরাকারবারিরা দাপটের সাথেই তাদের কয়লা চোরাচালান চালিয়ে যাচ্ছে। এনিয়ে নেই কারো মাথা ব্যথা। প্রশাসনও রয়েছে নিরব ভূমিকায়। সরকার  হারাচ্ছে প্রচুর রাজস্ব।

 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান