, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হঠাৎ দেশে ফিরলেন সাকিব

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০৪:২২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০৪:২২:৫৩ অপরাহ্ন
হঠাৎ দেশে ফিরলেন সাকিব
চলতি বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে কাল বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবারের আসরে টানা চতুর্থ হারের পর হঠাৎ দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। 

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক দল নিয়ে এত তাড়াতাড়িই হতাশ না হওয়ার কথা বলেছিলেন। তবে পরের দিনই প্রোটিয়াদের বিপক্ষে হারে লাল-সবুজ দল। ১২৯ রানের ব্যবধানে হারের পর আজ হঠাৎই দেশে ফিরে এসেছেন সাকিব। 

জানা গেছে, দেশে ফিরেই মিরপুরে ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে আগামী ২৮ অক্টোবর। টাইগার অধিনায়ক ডাচদের বিপক্ষে ম্যাচের আগের দিন অর্থাৎ ২৭ অক্টোবর ফের ভারতে যাবেন বলে জানা গেছে। 
আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব

আমাদের বিষয়ে ভারতকে নাক না গলাতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব