, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিরাজগঞ্জে যমুনায় ইলিশ ধরে ১৫ জেলের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০২:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০২:১৬:২৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে যমুনায় ইলিশ ধরে ১৫ জেলের কারাদণ্ড
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৫ জন জেলেকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ দণ্ডাদেশ দেন।

এব্যাপারে ইউএনও মাহবুব হাসান বলেন, উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয় এবং আটক ১৫ জেলেদেরকে ১০দিনের কারাদণ্ড দেওয়া হয়।
 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস