, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চীনে নতুন ৮ ভাইরাসের সন্ধান, মহামারি নিয়ে শঙ্কা

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ০১:৫৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ০১:৫৫:০৮ অপরাহ্ন
চীনে নতুন ৮ ভাইরাসের সন্ধান, মহামারি নিয়ে শঙ্কা ছবি: সংগৃহীত
চীনের একটি প্রদেশে নতুন আটটি ভাইরাসের সন্ধান মিলেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হাইনান এলাকায় এসব ভাইরাসের  সন্ধান পেয়েছেন দেশটির বিজ্ঞানীরা।খবর  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর।

প্রতিবেদেন থেকে জানা যায়, নতুন আটটি ভাইরাস ইঁদুরের মধ্যে পাওয়া গেছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে, প্রজাতির বাধা অতিক্রম করতে পারলে এসব ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। আর এ থেকে পরবর্তী মহামারি তৈরি হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এতে বলা হয়,  হাইনান প্রদেশের ইঁদুর থেকে সাত শতাধিক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে বিজ্ঞানীরা। এদের মধ্যে আটটি নতুন ভাইরাস পাওয়া গেছে , যা আগে কখনও দেখা যায় নি। এসব ভাইরাসের একটির সঙ্গে সার্স-কোভ-২ ভাইরাসের মিল রয়েছে। এ ভাইরাসটির কারণে কোভিড-১৯ মহামারির সংক্রমণ শুরু হয়। 

এ ভাইরাস আবিষ্কার হওয়ার বিষয়টি বিজ্ঞানভিত্তিক সাময়িকী ভাইরোলজিকা সিনিকায় প্রকাশিত হয়েছে। এ গবেষণাটি সম্পাদনা করেছে চীনের বিজ্ঞানী ড. শি ঝেংলি। চীনা এই বিজ্ঞানী বাদুড়ের শরীরে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করে ব্যাট ওমেন হিসেবে খ্যাতি পান। 

মানুষের দেহে এসব ভাইরাসের প্রভাব জানতে বিজ্ঞানীরা ভাইরাসগুলোর ওপর আরও পরীক্ষা-নিরীক্ষার আহ্বান জানিয়েছেন। 

 চীনের গবেষণা সংস্থা চাইনিজ সোসাইটি ফর মাইক্রোবায়োলজির (সিএসএম) গবেষণা প্রকাশ করে থাকে ভাইরোলজিকা সিনিকা নামের সাময়িকীটি। সিএসএম চীনের একটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থা।  
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই