, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে: মিসবাহ-উল-হক

  • আপলোড সময় : ২৫-১০-২০২৩ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৩ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে: মিসবাহ-উল-হক
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৮৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয় বাংলাদেশ। ব্যাটারদের যাওয়া-আসার মিছিলে একমাত্র রিয়াদই একপ্রান্ত আগলে রেখেছিলেন। শেষপর্যন্ত ১০৪ বলে সেঞ্চুরির দেখা পান তিনি।

পরে ১১১ বলে ১১১ রান করে আউট হন মাহমুদউল্লাহ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। রানসংখ্যা ৪১*, ৪৬, ১১১।  প্রথম ম্যাচে ব্যাট করেছেন আটে, পরের ম্যাচে সাতে এবং গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে খেলেছেন ১১১ রানের ইনিংস।

এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক মনে করেন, ছয়, সাত ও আট নম্বর পজিশনে ব্যাট করার কারণে মাহমুদউল্লাহর সামর্থ্যের পুরোটা ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। মাহমুদউল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে শতক চারটি, সব কটিই আইসিসির টুর্নামেন্টে।

একটি ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। গতকালের শতকসহ বাকি তিনটি বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে শতক করেছিলেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহর এমন দুর্দান্ত ফর্মের কথা মনে করিয়ে দিয়েচছেন মিসবাহ।

তিনি বলেছেন, অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও মাহমুদউল্লাহ দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। এটি বিশ্বকাপে তার তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান