চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর ধারাবাহিকভাবে পারফরম্যান্সে জবাব দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। ফেরার পর তার ইনিংসগুলো ছিল ৪৯, ২১, ৪১*, ৪৬ ও ১১১। বাংলাদেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন মাহমুদউল্লাহকে বাদ দেয়ার অনেক চেষ্টা করা হয়েছে।
তবে পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিলেন মাহমুদউল্লাহ। সেটাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। এক আড্ডায় সালাহউদ্দিন বলেন, 'রিয়াদ তো অনেক চাপের ভেতরে ছিল। তার পারফর্ম করাটা খুব জরুরী ছিল। যেহেতু শেষ ছয়টা মাস সে দলের সঙ্গে ছিল না। বাদ দেয়ার অনেক চেষ্টা হয়েছে কিন্তু সে দলে ফিরে এসেছে এবং সে অনেক ভালো পারফরম্যান্স করছে। সে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে, সে আসলে ডিটারমাইন্ড ছিল যে ভালো পারফর্ম করবে। সে সেটা করে দেখাচ্ছে।'
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের পরই মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার প্রশ্ন ছিল মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ও মান সম্পন্ন একজন ব্যাটারকে কেন এতো নিচে খেলানো হচ্ছে।
তিনি বলেছেন, 'আজকে একটা সুযোগ পেয়েছিল একটু উপরে ব্যাটিং করার সেটাও সে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। অনেকদিন ধরেই আমরা বলছিলাম যে যদি আরেকটু উপরে যদি ব্যাটিং করানো যায় তাকে তাহলে হয়তো দলের জন্য ভালো হবে। সেটা সে প্রমাণ করেছে। যে সে উপরে ব্যাটিং করার যোগ্য। সেভাবেই সে পারফর্ম করেছে। তার সেঞ্চুরিটা দেখে আসলেই ভালো লেগেছে। যদিও আমরা দল হিসেবে খুব ভালো খেলিনি ব্যক্তিগত পারফরম্যান্সে রিয়াদের পারফরম্যান্সটা চোখে লাগার মতো।'