আজকের ম্যাচ তো বটেই, আগামী চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গত শুক্রবার ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাকিব। ম্যাচ শেষে ডাক্তারের শরণাপন্ন হলে হাতে ফাটল ধরা পড়ে।
বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের এক সূত্র থেকে জানা গেছে, শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ নিতে গিয়ে চোট পান তিনি। তবে ব্যথা নিয়েই দলের প্রয়োজনে ব্যাট হাতে নেমেছিলেন সাকিব। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি খেলা হচ্ছে না তার।
এদিকে সিরিজের দুই ওয়ানডেতে এখন পর্যন্ত আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ২০ রান করলেও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বল করতে হয়নি তাকে। তবে দ্বিতীয় ম্যাচে বল হাতে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে করেন ২৬ রান।
প্রথম ম্যাচটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। তবে এই দিন বাংলাদেশকে খেলতে হবে দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই।