, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, গাজায় এক দিনে নিহত ৭০৪

  • আপলোড সময় : ২৪-১০-২০২৩ ০৮:২২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৩ ০৮:২২:৫৮ অপরাহ্ন
আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল, গাজায় এক দিনে নিহত ৭০৪
এবার ইসরায়েলের হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। কোনো মুসল্লিকে মসজিদ প্রাঙ্গণে ঢুকতে দিচ্ছে না তারা। পবিত্র স্থানটির দায়িত্বে থাকা ইসলামিক ওয়াক্‌ফ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার সকাল থেকে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শুধু ইহুদিরা প্রবেশ করছেন। সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ।
 
এদিকে ফিলিস্তিনির বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদ মুসলমানদের কাছে পবিত্র একটি স্থান। সেখানে শুধু তাঁরাই নামাজ আদায় করেন। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছেন।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’