এবার রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য যুক্তরাষ্ট্রের হপকিংস হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার ২৩ অক্টোবর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামীকাল বুধবার তারা বাংলাদেশে এসে পৌঁছাবে। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করবেন। ওই তিন বিশেষজ্ঞ দলে থাকছেন একজন হেপাটোলজিস্ট, একজন ইন্টারভেনশনিস্ট ও একজন নেফ্রোলজিস্ট।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির চেয়ারপার্সন অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শমতে ভোর রাত পৌনে ৪টায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাকে পুনরায় কেবিনে আনা হয়।
আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ। এটা আমরা বারবার বলছি। গতকাল সোমবার রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে।
এদিকে প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় গতকাল রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়।
তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।