, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিৎ হয়নি: পাকিস্তানকে হারিয়ে নবী

  • আপলোড সময় : ২৪-১০-২০২৩ ০২:২২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৩ ০২:২২:২৭ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিৎ হয়নি: পাকিস্তানকে হারিয়ে নবী
এবার ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের চিত্রপট পাল্টেছে আফগানিস্তান। পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আফগানরা ছয় নম্বরে উঠে এসেছে। শক্তিশালী দুই দলের সঙ্গে জয়ের পরও আফসোস করছেন অলরাউন্ডার মোহাম্মাদ নবী। আফগানদের এ অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে পরাজয় মানতে পারছে না।

এদিকে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারানোর আনন্দের মাঝেই বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন নবী। বললেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিৎ হয়নি। কিন্তু এখনো টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়েছে। আমরা মাঠে দর্শকদের সামনে ল্যাপ অব অনার দিয়েছি। আশা করি পুনেতেও তারা আমাদের সমর্থন করবে।’

আগামী ৩০ অক্টোবর পুনেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হাসমতউল্লাহ শহিদীর দল। মূলত, এ ম্যাচের জন্যই নবী দর্শকদের কাছে আগাম সমর্থন চেয়ে রাখলেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নিজের আবেগ লুকাননি আফগান অলরাউন্ডার। টানা ৭ ম্যাচে হারের পর অবশেষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রতিবেশী দেশকে হারিয়ে বিশ্বকাপ রাঙিয়ে দেয়াকে বিশেষ উপলক্ষ হিসেবেই দেখছেন।

তিনি বলেন, ‘পুরো আফগানিস্তানের জন্য বড় মুহূর্ত। পাকিস্তানের বিপক্ষে আমরা আটটি ম্যাচ খেলেছি এবং বড় একটা ইভেন্টে এসে জিতেছি। আজকের মুহূর্তটি অসাধারণ। আমরা ইংল্যান্ডকেও হারিয়েছিলাম, এখন পাকিস্তানকে হারালাম। দল এখন বেশ আত্মবিশ্বাসী। আগে শেষ মুহূর্তে আমরা পাকিস্তানের কাছে হেরে যেতাম।’
সর্বশেষ সংবাদ