এবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে গতকাল সোমবার থেকে পটুয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাতাসের গতিবেগ কিছুটা বাড়ায় সাগর কিছুটা উত্তাল রয়েছে।
২২ দিনের নিষেধাজ্ঞার কারণে আগে থেকেই উপকূলের সকল মাছধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে অছে। পায়রা সমুদ্র বন্দরকে ০৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুনি সভায় ঘূর্ণিঝড় হামুনের সম্ভব্য মোকাবেলায় জেলায় ৭০৩ টি সাইক্লোন শেল্টার,
৩৫ টি মুজিব কিল্লা, ৮৭৬০ জন সিপিপি স্বেচ্ছাসেবক প্রস্তুত, ৭৬টি মেডিকেল টিম গঠন, ৯ লাখ ৯০ হাজার টাকা ও ৬০০ মেট্রিকটন চাল মজুদ রাখা হয়েছে।