, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মানুষ আমাকে মনে রাখুক একজন 'যোদ্ধা' হিসেবে: চাওয়া মুশফিকের

  • আপলোড সময় : ২৪-১০-২০২৩ ০১:৫৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৩ ০১:৫৫:১৪ অপরাহ্ন
মানুষ আমাকে মনে রাখুক একজন 'যোদ্ধা' হিসেবে: চাওয়া মুশফিকের
দেশের হয়ে পঞ্চম বিশ্বকাপ খেলা টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম দলে ভরসার নাম। দলের সবচেয়ে আবেগী ক্রিকেটারও তিনি। ক্যারিয়ারের শেষের দিকে চলে আসা টাইগার ক্রিকেটার বলেছেন, মানুষ যেন তাকে মনে রাখে একজন 'যোদ্ধা' হিসেবে। ১৮ বছর ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন মুশফিকুর রহিম।

দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বাংলাদেশের জয়ে অবদানও রেখেছেন অনেক। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার তার ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তেই রয়েছেন। আইসিসির এক সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, তার চাওয়া মানুষ তাকে মনে রাখুক একজন যোদ্ধা হিসেবেই।

এদিকে মুশফিক বলেন, 'জানি না আমি এখন পর্যন্ত কতটুকু অবদান রাখতে পেরেছি দলের জন্য। যতটুকুই আমি দেশের জন্য, আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই ভক্তরা আমাকে মনে রাখুক একজন যোদ্ধা হিসেবে। আমি যেন বলতে পারি, যেকোনো চ্যালেঞ্জ আমি মোকাবেলা করতে পারব। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি। আমি ক্রিজে থাকলে সকলে যেন মনে করেন, এখন সে বড় অবদান রাখবে।'
 
বিশ্বকাপটা বাংলাদেশের জন্য ভালো না কাটলেও মুশফিক নিজের ব্যাটের চমক দেখিয়ে যাচ্ছেন। চার ম্যাচ খেলে এরই মধ্যে দুইটি ফিফটির দেখা পেয়েছেন টাইগার এই ক্রিকেটার। তবে এখন পর্যন্ত ২০২৩ বিশ্বকাপে শত রানের ইনিংস খেলতে পারেননি তিনি। ফলে ফিফটি করা ইনিংসগুলোকে আরও বড় করতে চান মুশি।

এদিকে টাইগার উইকেটরক্ষক মুশফিক বলেন, 'আমি খুব আশাবাদী। দুইটি ফিফটি করেছি। আমি যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইন শা আল্লাহ দল জয়ের ধারায় ফিরবে।'

আইসিসিকে দেয়া সেই সাক্ষাৎকারে মুশফিক কথা বলেছেন বিশ্বকাপে তার সেরা মুহূর্ত নিয়ে। তার সেরা মুহূর্তে রয়েছে ২০০৭ সালে ভারতকে হারানোর সুখস্মৃতি। এছাড়াও বিশ্বকাপে মুশফিকের সেরা স্মৃতিতে রয়েছে তার প্রথম শতকের ইনিংসটি। যা ২০১৯ বিশ্বকাপে তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।