, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন জাদরান

  • আপলোড সময় : ২৪-১০-২০২৩ ১১:২২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৩ ১১:২২:৪১ পূর্বাহ্ন
পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন জাদরান
আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের চমৎকার ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের বোলিং আক্রমণ হয়ে পড়েছিল সাদামাটা। সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা পাওয়া হয়নি। ১১৩ বলে ১০ চারে ৮৭ রানের ইনিংস খেলে অবশ্য আফগানিস্তানের জয়ের ভিত্তি গড়ে দিয়ে হন ম্যাচসেরা। 

গতকাল খেলা শেষে পুরস্কার নেয়ার পর চাঞ্চল্যকর এক বক্তব্য রাখেন। পাকিস্তান থেকে বিতাড়িত আফগানদের জন্য ম্যাচসেরার পুরস্কারটি উৎসর্গের কথা সাফ জানিয়ে দেন। তিনি বলেন, ‘আমি নিজের এবং আমার দেশের জন্য খুবই আনন্দিত। এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি আমি তাদের উৎসর্গ করতে চাই, যাদের পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।’

এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত রেডিও এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২১ অক্টোবর ৩,২৪৮ আফগান শরণার্থী পাকিস্তান থেকে আফগানিস্তানে ফিরে এসেছেন। পাকিস্তানি কর্তৃপক্ষের মতে, অনথিভুক্ত অভিবাসীদের বহিষ্কারের সময়সীমা ঘোষণা করার পর থেকে ৫১ হাজারেরও বেশি আফগানকে বিতাড়িত করা হয়েছে।

পাকিস্তান ভিত্তিক একটি দৈনিক পত্রিকার মতে, শুধুমাত্র বৈধ পাসপোর্ট এবং ভিসাধারীদের জন্য সীমান্ত অতিক্রম সীমাবদ্ধ করার সরকারি সিদ্ধান্ত ১ নভেম্বর কার্যকর হবে। এরপরে কাউকে পাকিস্তানি পরিচয়পত্র বা আফগান পারমিট করে পাক-আফগান সীমান্ত অতিক্রম করতে দেয়া হবে না। পাকিস্তানে আনুমানিক ১.৭৩ মিলিয়ন আফগান নাগরিকের আইনি নথির অভাব রয়েছে।