এবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ এর অগ্রভাগ এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আগামীকাল ২৫ অক্টোবর বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম, বরিশাল ও খুলনার মাঝামাঝি উপকূল এলাকায় আঘাত হানতে পারে এবং এর প্রভাবে প্রচুর বৃষ্টি হতে পারে।
আজ সাগর উত্তাল থাকায় দেশের সব সমুদ্রবন্দর এবং উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেতের জায়গায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সেন্টমার্টিন দ্বীপে থাকা পর্যটকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বেড়েছে।
দমকা হাওয়ার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছ থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।