আগামীকাল সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা ছিল। পায়ের পেশির চোটের কারণে তিনি ভারতের বিপক্ষে খেলতে পারেননি। তবে প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে খেলার ইঙ্গিত দিয়েছেন সাকিব নিজেই।
গতকাল রবিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন সাকিব। তবে কোনো ব্যথা অনুভব হয়নি তার। এই অবস্থায় থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষে না খেলার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সেই সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়েও বিভন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এদিকে সাকিব বলেছেন, 'গতদিন ট্রেইনিংয়ে কিছু ফিল হয়নি, আজকেও ট্রেইনিং করব... যদি সব ঠিক থাকে কাল খেলব ইন শা আল্লাহ। এখনই মন্তব্য করব না (পারফরম্যান্স নিয়ে), এখনও পাঁচ ম্যাচ বাকি আছে, একেবারে টুর্নামেন্ট শেষে মন্তব্য করব।'