, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কুমিল্লায় ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনওকে রাঙ্গামাটিতে বদলি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ০২:৪১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ০২:৪১:১০ অপরাহ্ন
কুমিল্লায় ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনওকে রাঙ্গামাটিতে বদলি ছবি: সংগৃহীত
কুমিল্লার লালমাইয়ে মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনও ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামিম আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ শামীম আলম বলেন, এটা নিয়মিত বদলির অংশ। এটা কোনো ইস্যু নয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় বদলি করার আদেশ দেয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশকে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে, গত ১৩ অক্টোবর শুক্রবার জেলার লালমাই উপজেলার ভাটরা কেন্দ্রীয় কাছারি জামে মসজিদে জুমার খুতবা শেষ হওয়ার পর ইমামের পেছনে শার্ট-প্যান্ট পরে বসে ছিলেন লালমাই উপজেলার ইউএনও।

এসময় ইউএনও এর পরিচয় না জানায় ইকামত দেয়ার পূর্বে ইমাম ইউএনওকে সরে যেতে ইশারা করে মুয়াজ্জিনকে জায়গা করে দিতে বলেন। তাতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। এদিন নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে তাকে পানিতে চুবানোর হুমকি দেন ওই ইউএনও।
তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

তীব্র গরমে শ্রেণিকক্ষেই জ্ঞান হারাল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী