এবার সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আজ সোমবার সকাল ৬টায় পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। আরও ঘনীভূত হতে পারে।
আজ সোমবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এ ছাড়া দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক-সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল বলেছিলেন, বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপটি সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘হামুন’-এরূপ নিতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।