, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব: আফগান কোচ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ১২:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ১২:০৭:১৬ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব: আফগান কোচ
এখন সময়ের বিবর্তনে ভারত-পাকিস্তান ম্যাচে লড়াইয়ের তীব্রতা কমেছে। নতুন করে পাকিস্তানের আরেক সীমান্তবর্তী দেশ আফগানিস্তানের সাথে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশ্বকাপে আজ সোমবার ২৩ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান।

আফগানরা তুলনামূলক দুর্বল দল হলেও ম্যাচের যেকোনো সময় ঘটাতে পারে যে কোনো কিছু। তাই ম্যাচটি নিয়ে বেশ আগ্রহ ক্রিকেটপ্রেমীদের। এদিকে গতকাল ২২ অক্টোবর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আফগান কোচ জোনাথন ট্রট হুঙ্কার ছাড়লেন, পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর সামর্থ্য আছে তাদের।

এদিকে জোনাথন ট্রট জানান, তার দলের বিপক্ষে পাকিস্তানকে যে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়, সেটিই আরও একবার নতুন করে দেখাতে চান তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে ফিরতে মুখিয়ে আছে তার শিষ্যরা।
 
ট্রট বলেন, ‘আমি মনে করি, তাদের (আফগানিস্তান) জন্য এটি একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, যেটি তাদের রোমাঞ্চিত করে। অতীতে কখনও কখনও তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছে, সেটা খুব আবেগপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা এর আগে তাদের মধ্যে কঠিন লড়াই দেখেছি। তবে আশা করি, আগামীকালের (সোমবার) ম্যাচ খুব উত্তেজনাপূর্ণ হবে না এবং আমরা বড় ব্যবধানে জিতব। দুই দল একে অপরকে সম্মান করে, তবে জয়ের জন্য উভয়েই মরিয়া হয়ে আছে। প্রতিদ্বন্দ্বীদের প্রকৃতি এমনই।; 

জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল যে মাঠে পাকিস্তানের খেলা রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভেন্যুটি পরিবর্তনের দাবি জানিয়েছিল পাকিস্তান। যদিও তাতে কোনো সফলতা পায়নি তারা। অবশেষে আইসিসির নির্ধারণ ম্যাচেই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’