, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতভর গাজায় বোমা বর্ষণ ইসরায়েলের, নিহত আরও ৪০০ ফিলিস্তিনি

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ১০:৪১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ১০:৪১:২৭ পূর্বাহ্ন
রাতভর গাজায় বোমা বর্ষণ ইসরায়েলের, নিহত আরও ৪০০ ফিলিস্তিনি
এবার গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলী বোমা হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪শ’ জন নিহত হয়েছে। জাবালিয়া উদ্বাস্তু শিবিরে হাসপাতালের কাছাকাছি এলাকায় রোববার রাতভর বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বোমা হামলায় গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬শ ৫১ জনে। নিহতদের মধ্যে ১ হাজার ৮শ ৭৩ জন শিশু।
 
আহত হয়েছেন ১৪ হাজার ২শ ৪৫ জনেরও বেশি। ইসরায়েলের জোর হামলার মধ্যেই মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রোববার ত্রাণবাহী ১৭টি ট্রাক, গাজায় প্রবেশ করেছে। গাজায় আটকে পড়া বেসামরিক নাগরিকদের সমর্থনে জার্মানির রাজধানী বার্লিনে পুলিশি উপস্থিতিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

এ সময় তারা গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বেলগ্রেডে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। তেলআবিব ব্রিফে ইসরায়েলের প্রতি সমর্থনের উপর জোর দিয়েছেন মার্কিন সিনেটররা।
 
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান রোববার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি এখনই সামরিক তৎপরতা বন্ধ না করে, তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানসেসকা আলবেনেস গাজায় সাহায্যের অনুমতি দেওয়ার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা