, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা, চট্টগ্রামে অভিনব প্রতিবাদ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৩ ১০:৩২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৩ ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংস হামলা, চট্টগ্রামে অভিনব প্রতিবাদ
এবার কেউ উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউবা ছেটাচ্ছেন থুতু। এই অসম্মান, অপমান ও নিন্দা ইসরায়েলের পতাকার প্রতি। নিরীহ ফিলিস্তিনের ওপর বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের চৌধুরী মার্কেটের শতশত ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভের ভাষা ছিল এটি।
 
গতকাল রবিবার ২২ অক্টোবর ওই মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের মেঝেতে ইসরাইলের পতাকা বিছিয়ে রাখা হয়েছে। আর পতাকার ওপর দিয়ে সবাই হাঁটছেন। কেউ কেউ ইসরাইলের পতাকা দেখে থুথুও ছিটাচ্ছেন।

এদিকে ব্যবসায়ীরা জানান, শক্তি দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকায় এমন অভিনব প্রতিবাদ তাদের। জসিম উদ্দিন নামে এক ব্যবসায়ীরা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদ শক্তি দিয়ে করার মতো ক্ষমতা নেই। তাই দুর্বলের প্রতিবাদের ভাষা হয় এভাবে। এ প্রতিবাদ সারা দেশের মানুষের পক্ষ থেকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসরাইল বিরোধী এ কর্মকাণ্ড পোস্ট করার সঙ্গে ভাইরাল হয়েছে। গত ৮ অক্টোবর থেকে হাসপাতালসহ ফিলিস্তিনি শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এরপর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছে ও ইসরাইল বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ