বাংলাদেশ ক্রিকেটের একনিষ্ট ভক্ত শোয়েব আলি। যাকে সবাই ‘টাইগার শোয়েব’ নামেই চিনে থাকে। বাংলাদেশ যেখানেই খেলতে যায়, সেখানেই টাইগারদের হয়ে গলা ফাটাতে দেখা যায় শোয়েবকে। পুনেতে বাংলাদেশ-ভারত ম্যাচে স্বাগতিক দলের সমর্থকদের কাছে হয়রানির শিকার হন সেই শোয়েব। পরে অবশ্য কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ ও সবার হয়ে ক্ষমাপ্রার্থনা করেন।
এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচ শেষে টাইগার শোয়েব তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, শোয়েবের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের মাসকট (রয়্যাল বেঙ্গল টাইগার) ছিঁড়ে ফেলেন ভারতের কয়েকজন সমর্থক। এমন ঘটনায় হতাশা প্রকাশ করেন শোয়েব।
একই ভিডিওতে কয়েকজন ভারতীয় শোয়েবের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তারা বলেন, আসলে অল্প খারাপ লোকের জন্য সবার বদনাম হয়। আমরা দুঃখ প্রকাশ করছি, এমন ঘটনার কারণে ক্ষমাপ্রার্থিও। আমরাও বাংলাদেশে যাই, তারা আমাদের সাদরে গ্রহণ করে। আমাদেরও তাই করা উচিত। এখন কিছু লোকের জন্য সবার লজ্জিত হওয়া লাগে।
এদিকে ভারতের কাছে ওই ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে জয় পায় রোহিত শর্মা বাহিনী। এই ম্যাচশেষেই হয়রানির শিকার হন শোয়েব।