, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ মানবতা কোথায়: ফিলিস্তিনের মুক্তি চেয়ে প্রশ্ন ওজিলের

  • আপলোড সময় : ২২-১০-২০২৩ ১১:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৩ ১১:৪৯:৫০ পূর্বাহ্ন
আজ মানবতা কোথায়: ফিলিস্তিনের মুক্তি চেয়ে প্রশ্ন ওজিলের
এবার গাজায় যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়েছেন জার্মানির সাবেক বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। প্রতিনিয়ত ফিলিস্তিনের মানুষের ওপরে বোমা হামলা ও নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। শিগগিরই এই যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।
 
এদিকে গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হাজার হাজার রকেট ছোড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরাইল। তাদের ধ্বংসযজ্ঞে বেড়েই চলছে প্রাণহানি। প্রতিটি হাসপাতাল যেন এক একটি মর্গ। খাবার ও ওষুধ সংকটে ভয়াবহ বিপর্যয়ে দিন কাটছে স্থানীয়দের। সেইসঙ্গে হাসপাতালেও চলছে ইসরাইলি হামলা। 

আর এমন পরিস্থিতে মেসুত ওজিল যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন। গত ১৮ অক্টোবর সামাজিক মাধ্যম এক্সে হ্যাশট্যাগ ফ্রি ফিলিস্তিন দিয়ে তিনি লিখেছেন, ‘নিরীহ মানুষের ওপর, বিশেষ করে ছোট বাচ্চাদের ওপর প্রতিদিন, প্রতি ঘণ্টায় বোমা ফেলার কোনো কারণ কি এই পৃথিবীতে থাকতে পারে? নিশ্চিতভাবেই না!!! এ কেমন দুঃস্বপ্ন দেখছি আমরা- মানবতা কোথায়, মানুষ?’
 
এর আগে ১৩ অক্টোবর ওজিল লিখেছিলেন, ‘মানবতার জন্য প্রার্থনা করছি, প্রার্থনা করছি শান্তির জন্য। ফিলিস্তিনের নিষ্পাপ মানুষ বিশেষ করে শিশুরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে। সেটি অপর পক্ষেও দেখা যাচ্ছে। এটি হৃদয়বিদারক ও দুঃখজনক ঘটনা। দয়া করে যুদ্ধ বন্ধ করুন।’

ওজিলসহ আরও অনেক ফুটবলার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন। এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই আহ্বানে সুর মিলিয়েছেন ৩১ বছর বয়সী মিশরীয় ফুটবল তারকা মোাম্মদ সালাহ। এছাড়া করিম বেনজেমা, মোহাম্মদ এলনেনি, আবদেলহামিদ সাবিরি, হাকিম জিয়েশসহ অনেকেই যুদ্ধ বন্ধের অনুরোধ করেছেন। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর