, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রহমতের বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে শত মুসল্লিদের নামাজ আদায়

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ০৭:৩১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ০৭:৩১:১৭ অপরাহ্ন
রহমতের বৃষ্টির জন্য ঠাকুরগাঁওয়ে শত মুসল্লিদের নামাজ আদায়
আজ শনিবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন কয়েক শ মুসল্লি। মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলার মধ্য ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদরাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী। বৈশাখে ঝড়-বৃষ্টি না হওয়ায় গাছপালা আর মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে।

 বৈশাখের বাকি আর মাত্র কিছুদিন। কিন্তু দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড তাপদাহে মাঠের ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। তীব্র দাবদাহে ফসল ঝলসে যাচ্ছে। আম, লিচু শুকিয়ে ঝড়ে পড়চ্ছে, নেমে গেছে পানির স্তর। 

কিছু এলাকায় টিউবওয়েলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তাই এই খরতাপে বৃষ্টির প্রার্থনায় নামাজ ও মোনাজাত করছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সকল শ্রেণির মুসল্লিরা।

এদিকে ভান্ডারা দারুল কুরআন সলিমিয়া মাদরাসার মুহতামিম মুফতি ইয়াকুব আলী বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য ছটফট করছে। আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া সুন্নত।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা