, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ইন্টার মিয়ামির হার ঠেকাতে পারলেন না মেসিও

  • আপলোড সময় : ২২-১০-২০২৩ ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৩ ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন
ইন্টার মিয়ামির হার ঠেকাতে পারলেন না মেসিও
এবার লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর প্রথমবার এতো বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মেজর লিগ সকারের ক্লাবটি। সেপ্টেম্বরে টরেন্টোকে হারানোর পর টানা ছয় ম্যাচে জয় পায়নি মিয়ামি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে থাকলেও ক্লাবে ফিরে মিয়ামির হার ঠেকাতে পারেননি বিশ্বজয়ীও। পুরো সময় মাঠে থেকে দেখতে হয়েছে দলের পরাজয়।

এদিকে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে রোববার শার্লট এফসির বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে মেসি বাহিনী। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন কেরউইন ভার্গাস। বল দখলের লড়াইয়ে অবশ্য অধিপত্য বিস্তার করে খেলেছে মিয়ামি। ৬১ ভাগ বল পজিশনে রেখে প্রতিপক্ষের উপর টানা আক্রমণে গেলেও সমানতালে লড়াই চালিয়ে গেছে শার্লট।

গোলে শট নেয়ার ক্ষেত্রে দুদলই ছিল সমানে সমান। ১১টি করে শট নিয়েছে। এরমধ্যে মিয়ামি ৩টি শট লক্ষ্যে রাখে, শার্লটের ৪টি শট লক্ষ্যে ছিল। ম্যাচের ১৩ মিনিটে কলম্বিয়ান উইঙ্গার কেরউইন ভার্গাসের গোলে শার্লট এগিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি মেসির দল। মিয়ামির হার ঠেকাতে মেসি জোর চেষ্টা করেছেন, তা খুব একটা কাজে আসেনি।

কিংবদন্তির ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিক থেকে গোল পাওয়ার সম্ভাবনা জাগে, শার্লট গোলরক্ষকের হাতে লেগে পোস্টে বাধা পেলে সেটিতেও হতাশ আসে। এই হারে ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১৫ দলের মধ্যে ১৪ নম্বরে রয়েছে মিয়ামি। মেসিকে ফিরিয়ে প্লে-অফ খেলার সুযোগ তৈরি করার আশা ছিল, শেষ পর্যন্ত তা আর হল না মিয়ামির। লিগে ৯ ম্যাচে জয় ও ৭টিতে ড্র করেছে টাটা মার্টিনোর দল। বাকি ১৮ ম্যাচে হেরেছে।