, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


‘যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ’

  • আপলোড সময় : ২১-১০-২০২৩ ০৮:২১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৩ ০৮:২১:৪০ অপরাহ্ন
‘যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহ’
এবার হিজবুল্লাহ যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ মন্তব্য করেছেন। লেবানন-ইসরায়েল সীমান্ত এলাকা পরিদর্শনের সময় গ্যালান্ট বলেন, ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহকে 'ভারী মূল্য' পরিশোধ করতে হচ্ছে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী লেবানন সীমান্তে বিরানিট ক্যাম্পে ৯১তম আঞ্চলিক বিভাগের ঘাঁটিতে সৈন্যদের বলেছেন, হিজবুল্লাহ যুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যদিও আমরা তাদের বিপুল ক্ষয়-ক্ষতি করেছি।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি সামরিক অবস্থান, সৈন্য এবং উত্তর ইসরায়েলের শহরগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, রকেট এবং গোলাবর্ষণের জন্য "ভারী মূল্য" পরিশোধ করছে। গত দুই সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় হিজবুল্লাহর ১৩ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার সেনাদের আরও বলেন, ‘আমি অনুমান করি যে সামরিক চ্যালেঞ্জগুলো আরও বড় হয়ে উঠবে। আপনাদের এ বিষয়টি বিবেচনায় নিতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ, এখানে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।’ সূত্র : দ্যা টাইমস অব ইসরায়েল 
সর্বশেষ সংবাদ
সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের

সন্ত্রাসী কার্যক্রমের দায়ে ইসকনকে নিষিদ্ধের দাবি হেফাজতের