, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ছয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা: দুর্যোগ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ০৫:৪৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ০৫:৪৩:১৩ অপরাহ্ন
ছয় জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা: দুর্যোগ প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় মোখার প্রভাব পড়তে শুরু করেছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। এর প্রভাবে দেশের ছয়টি জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলগুলো জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ইতোমধ্যে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর এবং মংলা বন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

শনিবার (১৩ মে) ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, গতকাল শুক্রবার সকালে মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এখনো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটা যেভাবে অগ্রসর হচ্ছে, আশঙ্কা করছি মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত হানবে। এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা ও বরগুনাসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে।
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন