রাগবি বিশ্বকাপে গতরাতে ফাইনালে যাওয়ার লড়াইয়ে শোচনীয় হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ৪৪-৬ গোলে। প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি আলবেসিলেস্তারা। ম্যাচের ফলই বলে দিচ্ছে, কতটা আধিপত্য দেখিয়েছে নিউজিল্যান্ড।
পঞ্চমবারের মতো রাগবি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড। এর আগে চারবার ফাইনাল খেলে তিনবারই শিরোপা জিতেছে তাঁরা। আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে নিউজিল্যান্ড কোচ ইয়ান ফোস্টার বলেছেন,'যেভাবে আমরা খেলেছি এতে আমি দারুণ গর্বিত। সত্যি এটা দারুণ জয়।
এখন আমরা ফাইনাল নিয়ে ভাবছি।' আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। আগামী রবিবার হবে ফাইনালের মহারণ।
রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
১৯৮৭ আসরে ওয়েলসকে ৪৯-৬ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এছাড়া ২০০৭ সালের আসরে আর্জেন্টিনাকে ৩৭-১৩ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।