, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস

  • আপলোড সময় : ২১-১০-২০২৩ ০১:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৩ ০১:৩১:৩৫ অপরাহ্ন
পতাকা অর্ধনমিত রেখেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। নিহত ফিলিস্তিনিদের স্মরণে বাংলাদেশ আজ শনিবার (২১ অক্টোবর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের কথা আলাদাভাবে উল্লেখ করেনি।

যুক্তরাষ্ট্র দূতাবাস তার ফেসবুক পেজে লিখেছে, ‘যুক্তরাষ্ট্র প্রত্যেক নিরাপরাধ মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের পতাকা ২১ অক্টোবর অর্ধনমিত রয়েছে।’

যুক্তরাষ্ট্র দূতাবাস তার ফেসবুক পেজে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বরাত দিয়ে লিখেছে, ‘সংঘাতে নিহত প্রতিটি ধর্মে ও প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের জন্য আমরা শোক জানাই।’
আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরও ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক