, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

  • আপলোড সময় : ২১-১০-২০২৩ ১১:২৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৩ ১১:২৮:৩৪ পূর্বাহ্ন
নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত ফিলিস্তিনিদের জন্য গতকাল শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এদিকে নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতার জন্য গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

এদিকে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ শনিবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মসজিদে দোয়া ছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের কথা সরকারের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা