, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা 

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ১০:১৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ১০:১৭:৩৫ অপরাহ্ন
নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা 
গত কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ আক্ষেপের অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। অধরা সেই সোনালি ট্রফি ৩৬ বছর পর নিজেদের করে নিয়েছিল লাতিন আমেরিকার দেশটি। তবে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি আজ পেল বড় দুঃসংবাদ।

বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য আলেহান্দ্রো পাপু গোমেজ আগামী দুই বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন।  আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালীন সময়ে নিষিদ্ধ পদার্থ নেওয়ার অভিযোগ উঠেছে। ২০২২ সালের নভেম্বরে গোমেজ মাদক নিয়েছিলেন।

তার বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসায় তাকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী দুই বছরের জন্য বিশ্বকাপজয়ী এই তারকা কোন ধরনের ফুটবল খেলতে পারবেন না। মেসির সতীর্থের নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ একটি গণমাধ্যম। জনপ্রিয় ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোও নিষেধাজ্ঞার বিষয়টি তার ভেরিফায়েড এক্সে এক বার্তায় জানিয়েছেন।

স্পেনের অন্যতম সেরা ক্লাব সেভিয়ার হয়ে এতোদিন ক্লাব ফুটবল মাতিয়েছিলেন গোমেজ। তবে সম্প্রতি ফ্রি এজেন্ট হিসেবে ইতালির ক্লাব মোনজাতে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে নিষিদ্ধ হওয়ায় আগামী সপ্তাহে রোমার বিপক্ষে মোনজার হয়ে আর মাঠে নামতে পারছেন না তিনি।  
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি