, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকায় মার্কিন দূতাবাসে আমেরিকান পতাকা অর্ধনমিত থাকবে শনিবার

  • আপলোড সময় : ২০-১০-২০২৩ ০৮:৫০:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৩ ০৮:৫০:০৭ অপরাহ্ন
ঢাকায় মার্কিন দূতাবাসে আমেরিকান পতাকা অর্ধনমিত থাকবে শনিবার
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আগামীকাল শনিবার আমেরিকান জাতীয় পতাকা অর্ধনমিত রাখবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস শনিবার দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। নিরাপরাধ প্রতিটি মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্র শোক প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ‘সংঘাতে যেকোনো দেশের ও যেকোনো ধর্মে বিশ্বাসী বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার ক্ষেত্রে আমরা শোক প্রকাশ করি।

ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আগামীকাল শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস